Header Ads

ঈমানের পরিচয় ।ঈমান কাকে বলে ?কি বিষয়ে ঈমান গ্রহন করতে হবে?What is Eman?

 

ঈমানের পরিচয়

ঈমান ইসলামের একটি মৌলিক বিষয়।ঈমান শব্দের অর্থ :-বিশ্বাস করা,নিরাপত্তা দেওয়া, প্রশান্ত হওয়া ইত্যাদি। কোন কোন ইসলামী চিন্তাবিদগণের মতে :ঈমান শব্দের অর্থ আন্তরিক বিশ্বাস।

 


শরিয়তের ভাষায় ঈমান

বিশ্বনবী হযরত  মুহাম্মাদ (সা.) মহান আল্লাহর পক্ষ  থেকে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস রাখার নাম শরিয়তের ভাষায় ঈমান বলা হয়।

 

হাদিস

হযরত আয়েশা (রা) হতে বর্নিত। রাসুলুল্লাহ (.) বলেছেন -আল্লাহর প্রতি ঈমান গ্রহন হচ্ছে,, মুখে স্বীকৃতি, অন্তরে সত্যি  বলে গ্রহন এবং ইসলামের মূল বুনিয়াদি বিষয়গুলোর প্রতি আমল করা।

 

অতএব, ঈমান হলো ইসলামের মূল বুনিয়াদি বিষয়গুলোর প্রতি বিশ্বাস এবং সে অনুযায়ী  আমল করা।কোন ব্যক্তি যদি শুধুমাত্র ইসলামের মূল বুনিয়াদি বিষয়গুলোর বিশ্বাস করলো কিন্তু বাস্তবে কোন আমল করলো না তাহলে সে ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়।মৌলিক কিছু বিষয়ের প্রতি বিশ্বাস  এবং সে অনুযায়ী আমল ঈমানের শর্ত।

 


কি বিষয়ে ঈমান গ্রহন করতে হবে

পবিত্র কুরআনে এবং পবিত্র হাদিসে কি বিষয়ে ঈমান আনতে হবে তা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা বলেন-

রাসুল আপনি বিশ্বাস রাখেন সব বিষয় সম্পর্কে, যা তার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং ঈমানদারগনও যেন সবাই  বিশ্বাস  রাখে আল্লাহর প্রতি, ফেরেশতাগনের প্রতি, কিতাব সমূহের প্রতি এবং তার রাসুলগনের প্রতি। (সূরা বাকারা-২৮৫)

 


অতএব, এর থেকে বোঝা গেল আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি, ফেরেশতাগনের প্রতি, কিতাব সমূহের প্রতি এবং তার রাসুলগনের প্রতি।

 

 

আল্লাহ আমাদেরকে উপরোক্ত বিষয়গুলো আমল করার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন

No comments

Powered by Blogger.